আ.লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা বিকালে

প্রকাশ : 2023-11-26 15:09:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আ.লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা বিকালে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে প্রার্থিতা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায়। 

আজ দুপুরে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকেও একই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবেন। 

এবার সংসদের ৩০০টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। গত ২৩ নভেম্বর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই দিন দুটি বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। শুক্র ও শনিবারও দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি ছয় বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়।

কা/আ