আড়াই বছর প্রেমের পর বিয়ে করছেন মৌসুমী হামিদ

প্রকাশ : 2024-01-11 17:31:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আড়াই বছর প্রেমের পর বিয়ে করছেন মৌসুমী হামিদ

বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ।  দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এ প্রেমের সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। পারিবারিক আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসার ছাদেই হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বা রানা কেউই মুখ খোলেননি। তবে বুধবার দিবাগত রাতে তাদের গায়ে হলুদের কয়েকটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবির সূত্র ধরে কথা হয় মৌসুমীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পীর সঙ্গে। তারা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার ১২ জানুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে। অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।

বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বললেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমাদের সম্পর্ক। তো এক পর্যায়ে দুজনেরই মনে হয়েছে, সম্পর্কটাকে পূর্ণতা দেওয়া যায়। এরপর পরিবারকে জানাই, তারাও সম্মতি দেয়। সেই মোতাবেক আনুষ্ঠানিকতা হচ্ছে।’

মৌসুমী হামিদ একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তার জনপ্রিয়তা বাড়তে থাকে ২০১০ এ লাক্স-চ্যানেল আই সুপারস্টার-এ রানার্স আপ হওয়ার পর থেকে। তারপর থেকেই অনেক টিভি শো যেমন: "লাভ র‍্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কনে)", রেডিও চকলেট এবং আরো অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন।২০১৩ সাল থেকেই হামিদ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: অনন্য মামুনের ব্ল্যাকমেইল [২০১৫], সাফি উদ্দিনের ফুল লেনথ লাভ স্টোরি:পার্ট টু এবং শামিম আহমেদ রনির মেন্টাল [২০১৫]। এবং তার বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে তিনি ক্যামেরার পেছনে কাজ করেন। তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। রানার লেখা ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ ইত্যাদি কনটেন্টে কাজ করেছেন মৌসুমী।

 

সা/ই