আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পঞ্চগড়ে সেনাবাহিনীর তৎপরতা জোরদার

প্রকাশ : 2026-01-16 20:21:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পঞ্চগড়ে সেনাবাহিনীর তৎপরতা জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পঞ্চগড়ে  কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।  তারা যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মাঠপর্যায়ে টহল এবং  নজরদারি জোরদার করেছে।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে  সেনাবাহিনীর টহল দল পঞ্চগড় জেলার উপজেলা গুলো  বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, প্রধান সড়ক ও জনসমাগমস্থলে টহল কার্যক্রম পরিচালনা করে। 

এ সময় তারা ময়দানদিঘী ডিগ্রী কলেজ, সাকোয়া স্কুল এন্ড কলেজ,নতুন বন্দর বেংহাড়ী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলাপ-আলোচনা করেন।টহল ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট মোঃ জাহিদ আল মাসুদ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন যে, সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বিত তৎপরতায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।