আর একটা আহ্বান চাই
প্রকাশ : 2021-08-24 07:53:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মো: রফিকুল ইসলাম
---------------------------
একদিন যে কণ্ঠস্বর
তাবৎ বিশ্বকে স্তম্ভিত
করেছিল মুহুর্তেই !
পাকিস্তানি হায়েনাদের রক্তচক্ষু উপেক্ষা করে, যে কণ্ঠ থেকে বেরিয়ে এসেছিলো অমর কবিতার শিরোনাম -
"এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম ''!
সেই দরাজ কণ্ঠটা আজ আমাদের খুব বেশি প্রয়োজন!
যে জাদুকরী কণ্ঠস্বর হ্যামিলনের বাঁশিওয়ালার
মতো প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে বের করে নিয়ে এসেছিলো ভালোমন্দ না বুঝা সহজ সরল মানুষ গুলোকে পর্যন্ত!
যে মায়াবী কণ্ঠস্বরে দিগ্বিদিক ছুটে চলা হতবিহ্বল মানুষেরা পেয়েছিল পথের দিশা।
যে আহ্বানে গোটা জাতি
ঝাঁপিয়ে পড়েছিল হায়েনাদের মারণাস্ত্রের মুখে !
যে কণ্ঠস্বর ইথারে ভাসতে ভাসতে সারা বাংলার তারুণ্যকে করেছিল উজ্জীবিত !
একটি ফুলকে বাঁচাবো বলে বেয়নেটে বেয়নেটে ঝাঁঝরা করেছে নিজেদের বুক
যে ছাত্র সমাজ,
সেতো তোমারই আহ্বানেই !
যে কণ্ঠস্বরের সম্মোহনী শক্তিতে বৃদ্ধা মা তার একমাত্র ছেলেকে দেশের জন্য ঘর থেকে বের করে দিয়েছিল নির্দ্বিধায়!
যে আহ্বানে মন্ত্রমুগ্ধের মতো নবপরিণীতা স্ত্রী তার প্রিয়তমকে
উৎসর্গ করেছিল হাসিমুখে !
তোমার সেই কন্ঠস্বরের ভীষণ অভাব এখানে এখন !
তোমার সেই সোনার বাংলার এই সবভোলা মানুষ গুলোকে নিজেদের ভালো মন্দ বুঝার জন্য তোমার সেই পৌরুষ স্পর্শী বজ্রনিনাদ আজ আমাদের
বড্ড বেশি প্রয়োজন
হে বঙ্গবন্ধু !!