আর্থিক সহযোগিতা কামনা

প্রকাশ : 2024-11-06 15:46:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আর্থিক সহযোগিতা কামনা

গার্মেন্টস কর্মী বেলাল হোসেন (৩৫) সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় বাড়িতে ছটফট করছেন। আর্থিক অনটনের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পারায় সরকারসহ বিত্তবান মানুষের কাছে সাহায্য চেয়ে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক শাহবাজ আঠানি গ্রামের মৃত জফুর চকিদারের পুত্র গার্মেন্টস কর্মী বেলাল হোসেন ৪ মাস আগে প্রতিদিনের মত গাজীপুর কোনা বাড়ি এলাকায় গার্মেন্টস কোম্পানিতে কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে একটি কাভার্ট ভ্যান দ্রুত বেগে এসে তাকে চাপা দিলে তার হাত পা ভেঙ্গে যায় এবং পেটে গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে তাকে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ ভর্তি করা হয়। সেখানে দুটি অপারেশন করা হয় এবং পেটের চামড়া কেটে শরীরের বিভিন্ন ক্ষত স্থানে লাগানো হয়েছে। তার জমানো কিছু টাকা, ঋন গ্রহন ও আত্মীয় স্বজনের সহায়তা ৫ লক্ষাধিক টাকা ব্যয় করে এতদিন তার চিকিৎসা করা হলেও বর্তমানে অর্থের অভাবে বাড়িতে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে। এখন তার বাড়ি ভিটা ২ শতাংশ জমি ছাড়া আর কিছুই নেই। এ জায়গা টুকু বিক্রি করলে এক মেয়ে ও স্ত্রী সহ থাকার জায়গা টুকুও আর থাকবে না। 

এ অবস্থায় বেলাল হোসেন সরকার ও বিত্তবান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তাকে নগদ ০১৭০৬৯২৬৪৬৯ নম্বরে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। 

 

সান