আরও একটি ঝড়ের সামনে ইউরোপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

প্রকাশ : 2021-12-22 12:08:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আরও একটি ঝড়ের সামনে ইউরোপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। শীতের কারণে যা আরও কয়েকগুণে বৃদ্ধি পাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় আরও একটি ঝড়ের সামনে অবস্থান করছে ইউরোপ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে হ্যান্স ক্লুগের মন্তব্য তুলে ধরা হয়। তিনি মনে করে, সুরক্ষার জন্য ব্যাপকভাবে বুস্টার ডোজ কার্যক্রম পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) অস্ট্রিয়ায় রাজধানী ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে হ্যান্স ক্লুগ বলেন, নভেম্বরের শেষের দিকে ওমিক্রন দেখা দেওয়ার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে ৩৮ট দেশে এই ধরন শনাক্ত হয়েছে। যার মধ্যে ডেনমার্ক, পর্তুগাল ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রভাব বিস্তার করেছে।

ক্লুগ বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনার আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে এ অঞ্চলের আরও কয়েকটি দেশে ওমিক্রন দাপট দেখাবে। ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে।