আমেরিকায় বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, বিদায়ী ভাষণে বাইডেন
প্রকাশ : 2025-01-16 10:29:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দিয়েছেন জো বাইডেন। আর তাতেই আবেগাপ্লুত হয়ে হৃদয়নিঃসৃত বক্তব্যে তিনি বলেছেন, আমেরিকাকে নিজের সেরাটাই তিনি দিয়েছেন। হৃদয় ও আত্মা দিয়ে জাতির সেবা করেছেন।
বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বাইডেন। কথাগুলো বলার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি বাইডেন। মেয়ে অ্যাশলিকে জড়িয়ে ধরে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায় তাকে।
বাইডেনকে যে এখনই শেষ ভাষণ দিতে হবে সেটি হয়ত তিনি নিজেও ভাবতে পারেননি। ভাগ্য যে চোখের পলকেই বদলে যায় সেটি বাইডেনের চেয়ে ভাল আর কে জানে?
মাসখানেক আগে নির্বাচনি দৌড়ের মাঝপথে বাইডেন ঘোষণা করেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না। তিনি চান, কমলা হ্যারিস প্রার্থী হোন।তারপরই দলের এই সম্মেলন হচ্ছে। সম্মেলনে বিদায়-ভাষণ দিতে গিয়ে তাই আবেগতাড়িত হয়ে পড়েন বাইডেন।
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।’
ভাষণের এক পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে দলের ভবিষ্যৎ এবং আমেরিকার গণতন্ত্র রক্ষায় ভরসার যোগ্য বলে প্রশংসা করেন।
মেয়ে অ্যাশলি এবং স্ত্রী জিলের পরিচিতিপর্বের পর বাইডেন হেঁটে মঞ্চে ওঠেন। তিনি বলেন, "আপনাদের অনেকের মত, আমিও এই জাতির জন্য আমার হৃদয় ও আত্মা দিয়ে সেবা করেছি।"
একথা বলার পর বাইডেনকে তার দলের সমর্থকরা বলতে থাকেন, 'থ্যাংক ইউ বাইডেন'। তাদের হাতে ধরা ছিল পোস্টার। তাতে লেখা 'লাভ ইউ বাইডেন'।
কয়েক মিনিট ধরে চলে দলের কর্মীদের এই স্লোগান। আবেগতাড়িত বাইডেনের চোখে পানি চলে আসে। ভাষণের শেষদিকে আমেরিকার জাতীয় সঙ্গীতের একটি লাইন উদ্ধৃত করে তিনি বলেন, “আমেরিকা, আমেরিকা আমি তোমাকে আমার সেরাটা দিয়েছি।”
মঞ্চে বাইডেনের মেয়ে অ্যাশলে ও স্ত্রী জিলও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কতটা কঠিন এবং মর্মান্তিক ছিল তা উল্লেখ করেন জিল।
বাইডেন তার ভাষণে কমলা হ্যারিস কে ডেমোক্র্যাট দলের উত্তরসূরি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পর হ্যারিসকে বেছে নেওয়া তার প্রথম এবং ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত ছিল। হ্যারিস অবিচল, অভিজ্ঞ এবং সৎ বলে অভিহিত করেন বাইডেন।
প্রেসিডেন্টের বক্তব্য শেষ হওয়ার পর কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ বাইডেন ও তার স্ত্রী জিলকে আলিঙ্গন করেন। ওদিকে, কমলা হ্যারিসও প্রেসিডেন্ট বাইডেনকে আলিঙ্গন করে বলেন “আমি আপনাকে ভালবাসি”।
ওদিকে, বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে আমেরিকার আত্মাকে রক্ষা করার লড়াই উল্লেখ করে বলেন, এ লড়াইয়ে তিনি কমলা হ্যারিসের পাশে আছেন।