আমি তোমাকেই বলছি
প্রকাশ : 2022-07-03 10:20:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঝর্না রহমান
----------------------
(আমার এবং বিশ্বের সকল শিক্ষকের সকল ছাত্রছাত্রীকে)
হে আমার কোমলমতি সন্তানেরা, তোমরা শোনো
তোমাদের ভাবছি আমি ভবিষ্যতের আলোর পাখি
তোমাদের চোখ ফোটাবো আলোর দিকে ফুটবে মনও
তোমাদের জন্য আমি বুক পকেটে জোনাক রাখি।।
যে তুমি ছাত্র আমার, সে তুমিই আছো আমার পুত্র হয়ে
যে তুমি ছাত্রী আমার, তোমাকেই দেখছি আমি ধাত্রী মেয়ে
যে তুমি আমার সাথে, ক্লাসরুমে আর লাইব্রেরিতে
সে তুমিই শিষ্য আমার, তোমাকেই চাই যে দিতে
আমারই সঞ্চিত জ্ঞান মন্ত্রপড়া দীক্ষা রাখী
তোমাদের জন্য আমি বুক পকেটে জোনাক রাখি।।
তোরা যে মাটির পুতুল মানুষ করে গড়বো তোদের
তোদের ঐ মনটাকে তাই সাবধানে নিই বুকের ভেতর
ওখানে তোদের জন্য বীজ বুনে যাই সত্য বোধের
তোমাদের আকাশ ভরে দিই উড়িয়ে শ্বেত কবুতর
তোমাদের মাথার পরে আশীর্বাদের স্পর্শ মাখি
তোমাদের জন্য আমি বুক পকেটে জোনাক রাখি।।
হে আমার ফুল্ল মুখের কিশোর ছেলে ফুলবালিকা
কে তোদের সহজ চোখে হিংসা ঘৃণা ঈর্ষা ছড়ায়
কে তোদের শুভ্র মনের পাতায় লেখে মন্দ লিখা
কে তোদের কলম ফেলে তোদের হাতেই অস্ত্র ধরায়
আগুনে দেয় পুড়িয়ে সবুজ বনের মনজোনাকি
তোমাদের জন্য আমি বুক পকেটে জোনাক রাখি।।
আমি তো স্বপন কুমার, আর কিছু নই, শিক্ষা গুরু
আমি তো গণিত শেখাই সায়েন্স পড়াই হৃদয় টিচার
আমি দিদি আমোদিনী, আমার হাতেই অ আ শুরু
সোজা পথে হাঁটতে শেখাই আমিই তোদের উৎপল স্যার
লিখতে পড়তে শিখে, বড় হতে চাস তোরা কি
তোমাদের জন্য আমি বুক পকেটে জোনাক রাখি।।
তোরা তো আলোর বালক, আলোর পথেই তোদের চলা
তোরা তো বাংলাদেশের মুখ উজালা আলোর প্রভাত
কী করে গাঁথলি তোরা অপমানের জুতোর মালা
কীভাবে করিস তোরা আমার মাথায় লাঠির আঘাত
আমি নয়, হত্যা করিস নৈতিকতা আর কী বাকি।
গুরু নয়, হত্যা করিস মনুষ্যত্ব আর কী বাকি
পিতা নয়, হত্যা করিস তুই নিজেকেই আর কী বাকি
কিছু নেই, আর কিছু নেই, অন্ধকারই রইলো বাকি।