আমি কবিতা হবো

প্রকাশ : 2022-10-01 14:38:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আমি কবিতা হবো

অনিল সেন 
----------------

আমি কবিতা হবো 
কবিতা হয়ে তোমার মস্তিষ্কের উঠোনে 
তুমুল আড্ডা দেব।
দিগন্তজোড়া মাঠ, সূর্যোদয়ে রাঙিয়ে দেওয়া 
লাল রঙ, ঘাসের উল্টো পিঠে পোকামাকড়ের বসতি, 
নিকষ অন্ধকারে পরিচয়হীন আলিঙ্গন,
ভরদুপুরে নিউরনে হেঁটে বেড়ানো চিন্তাডালি 
কবিতা হয়ে দেখবো 
আমি কবিতা হবো।

কবিতা হয়ে রুমি-রবীন্দ্র-জীবনানন্দের আঙিনায় 
রাতভর পায়চারি হবে।
দেখা হবে সুদুর প্রান্ত থেকে কবিতার আগমনী 
ভাবের মাঠে কীভাবে খেলে যায় কবিতাক্ষর
সাধকের কামনাত্তীর্ণ পরাবিদ্যার বিস্ফোরণ 
তোমার অহংকারগুলো অক্ষর হয়ে কীভাবে 
নূয়ে পড়ে চরণধুলায়
কবিতা হয়ে দেখবো
আমি কবিতা হবো।

কবিতা হয়ে তোমার আমিত্ব ঝরে পড়ার 
ভয়ানক দৃশ্য দেখবে দুচোখ।
জমাট বাঁধা শুদ্ধাজ্ঞান কীভাবে কবিতা হয়ে 
খসে খসে পড়ে হৃদসাগরে 
তোমার ধবধবে সাদা কাগজগুলোয় কীভাবে একেকটা মূর্তিতে ভরে ওঠে 
রক্ত মাংসের দেহে কীভাবে বাসা বাঁধে 
তোমার কবিতার ছন্দ-আনন্দ
আমি কবিতা হয়ে দেখবো
আমি কবিতা হবো।

কবিতা হয়ে রূপ-রস স্পর্শ-শব্দে 
তোমার আপন মনের ভাবনাগুলো 
কীভাবে অনিবার্য হয়ে ওঠে
আমি কবিতা হয়ে দেখবো
আমি কবিতা হবো।

তোমার কাছে কবিতা কেবলই 
বাহ্যিক জীবনের কাহিনীই নয়।
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া বিপুল সম্ভাবনার 
একেকটা শব্দ একেকটা বাক্য একেকটা গান 
আমি কবিতা হয়ে দেখবো
আমি কবিতা হবো।