আমার সংশয় জাগে - গোলাম কবির
প্রকাশ : 2024-05-02 14:59:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
" আমার সংশয় জাগে "
।। গোলাম কবির ।।
কেউ কেউ কুকুর, শুয়োর, হায়েনা
হতে হতে হঠাৎ করেই
কেনো যে মানুষের চেহারা নিয়ে
পৃথিবীতে এলো আমি বুঝি না!
তবে কী বিধাতার কোনো ভুল ছিলো
তাকে সৃষ্টি করে মানুষের সুরতে?
মাঝেমধ্যে সংশয় জাগে মনে!
নাকি সে নরম ঘামে ভেজা শরীরের
কোনো নারীর স্তন্য পান করে
বড়ো হয়নি তাই এমনই আচরণ করে!
চাঁদপুরের যে নয় বছর বয়সী শিশু
ঝুমুর স্কুল থেকে ফেরার পথে
ধর্ষিত হয়ে ধানক্ষেতে পড়ে ছিলো
তার কী কোনো দোষ ছিলো?
হ্যাঁ, দোষ তো তার অবশ্যই ছিলো!
প্রথমত সে ছিলো মনুষ্য শিশু
এবং সে ধর্ষণের সময়ে চিৎকার করে
উঠে প্রতিবাদ করেছিলো সাধ্যাতীত!
আর কতোদিন এভাবে
মানুষরূপী পশুর ধর্ষণের
শিকার হবে নারী এবং শিশুরা?
সান