আমার পতাকা আমার স্বাধীনতা: স্বাধীনতা দিবসে তালেবানদের গুলিতে প্রান গেলো ১২

প্রকাশ : 2021-08-20 09:00:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আমার পতাকা আমার স্বাধীনতা: স্বাধীনতা দিবসে তালেবানদের গুলিতে প্রান গেলো ১২

আতঙ্ক ভুলে পাঠানভূমে তালিবানের বিরুদ্ধে গর্জে উঠছে আফগানরা। ক্রমে তীব্র হচ্ছে প্রতিবাদ। আর তার জেরেই সামনে চলে এল তালিবানের আসল চেহারা। মাত্র পাঁচদিনেই। বৃহস্পতিবার আফগানিস্তানের ১০২তম স্বাধীনতা দিবসে নৃশংস হত্যালীলা চালাল নারী অধিকার, হিংসা বন্ধের কথা বলা জঙ্গিরা। সাধারণ আফগান জনতার ‘অপরাধ’—তারা জাতীয় পতাকা হাতে নেমেছিল স্বাধীনতা দিবস উদযাপনে। তাই তাদের উপর নির্বিচারে চলল গুলি। হতাহত বহু। রাত পর্যন্ত সঠিক সংখ্যাটা জানা যায়নি।

কাবুল পতনের পর থেকেই শান্তিকামী মানুষের মনে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভই এদিন তাদের জড়ো করে কালো-লাল-সবুজ জাতীয় পতাকাতলে। ‘আমার পতাকাই আমার পরিচয়’ —স্লোগান তুলে কুনার প্রদেশের আসাদাবাদ শহরের রাস্তায় স্বাধীনতা দিবস পালনে নেমেছিল কাতারে কাতারে মানুষ। তাদের হাতে ছিল আফগানিস্তানের জাতীয় পতাকা। নির্ভয়ে, দাঁতে দাঁত চেপে আফগানদের রুখে দাঁড়ানোর লড়াই দেখে সহ্য হয়নি তালিবানের। নির্বিচারে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়েছে বহু মানুষ। ভাইরাল এক ভিডিওয় দেখা গিয়েছে, আসাদাবাদে তালিবান পতাকা হাতে নেওয়ার জন্য প্রতিবাদীদের চমকানো হচ্ছে। কিন্তু তাতে ভয় না পেয়ে সাদা পতাকা ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধরা। তারপরই গুলি চালায় তালিবান। ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং আটজন আহত বলে দাবি সংবাদ সংস্থার। যদিও সংখ্যাটা নিশ্চিত করা যায়নি। আসাদাবাদের বাসিন্দা মহম্মদ সালিম বলেন, ‘প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বাইরে বেরতে চাইনি। কিন্তু যখনই দেখলাম যে, প্রতিবেশীরা স্বাধীনতা দিবস উদযাপন করছেন, তখন আর ঘরে বসে থাকতে পারিনি।

এদিন রাজধানী কাবুলের আবদুল হক স্কোয়ারেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহরে একটি সুবিশাল জাতীয় পতাকা নিয়ে মিছিলও করে আফগান জনতা। তাদের উপরে গুলি চালানো হয় বলে অভিযোগ। নাঙ্গারহার প্রদেশে আরও একটি ভিডিও এদিন সামনে এসেছে। সেখানে বিক্ষোভকারীদের গুলিবিদ্ধ অবস্থায় দেখা গিয়েছে। খোস্ত প্রদেশে আরও একটি বিক্ষোভে গুলিচালনার পর ২৪ ঘণ্টার কার্ফুও জারি করেছে তালিবান। এর আগে বুধবার জালালাবাদে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ জানতে গিয়ে জঙ্গিদের গুলিতে মারা যান তিনজন। এছাড়া গত কয়েকদিনে এয়ারপোর্টের আশপাশে গুলিবিদ্ধ এবং পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি ন্যাটো এবং তালিবানের।