আমার নিজের বলতে কিছুই নেই, থাকি ভাড়া বাসায়: মমতা

প্রকাশ : 2022-08-30 09:57:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আমার নিজের বলতে কিছুই নেই, থাকি ভাড়া বাসায়: মমতা

ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, এমন অভিযোগ তুলে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করেছে বিজেপি। আর এই দিনই ছাত্রসংগঠনের সভামঞ্চ থেকে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগের কথা প্রকাশ্যে আনলেন মমতা।

সোমবার ধর্মতলার গাঁধী মূর্তির পাদদেশে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন তিনি। সেখানে বলেন, এই শুনলাম, বিজেপি আমার নামে মামলা করেছে। আমি তো গত ১২ বছর ধরে এমপি হিসেবে যে পেনশন পাই, তা-ও নিই না। সাংসদ হওয়ার পরও কোনোদিন বিজনেস ক্লাসে যাত্রা করিনি। মুখ্যমন্ত্রী হিসেবে আমার যে প্রাপ্য প্রায় সাড়ে তিন লাখ টাকা, তাও নিই না। আমি যেখানে থাকি, সেটাও ঠিকায় ভাড়া। আমার নিজের বলতে কিছুই নেই।

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, আমাদের পরিবারে বাবা ছিলেন। মা আর আমরা ছয় ভাই, দুই বোন। মা যতদিন বেঁচে ছিলেন, আমার কাছেই থাকতেন। মা চলে যাওয়ার পর একাই থাকি।

তিনি আরও বলেন, আমরা ভাই-বোনেরা সবাই আলাদা আলাদা থাকি। যে যার পরিবার নিয়ে। কখনও-সখনও দেখা হয়। উৎসবের মৌসুমে আমাদের যোগাযোগ হয়। রাখি বন্ধনের সময়। কালীপুজোর সময়।

মমতার এই বক্তব্যকে তার সাফাই হিসেবে দেখছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, সব কিছুতেই যদি স্বচ্ছতা থাকে, তাহলে সাফাই দেওয়া হচ্ছে কেন?

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী তো সম্পর্ক নেই বলে একবার তৃণমূল ভবনে উঠে গিয়েছিলেন। কিন্তু আবার তো ফিরে গিয়েছিলেন কালীঘাটের বাড়িতে। আর পরিবার নিয়ে এতদিন পর উনি সাফাই দিচ্ছেন কেন? কোনো কিছু কি ধরা পড়ার ভয় করছেন মুখ্যমন্ত্রী?


সূত্র: আনন্দবাজার পত্রিকা।