আমরা বাংলাদেশে আর গডফাদার গডমাদারদের বা মাফিয়াতন্ত্রের দেশ দেখতে চাই না

প্রকাশ : 2025-02-26 18:50:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আমরা বাংলাদেশে আর গডফাদার গডমাদারদের বা মাফিয়াতন্ত্রের দেশ দেখতে চাই না

বাংলাদেশ জমায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে কিসের মেজোরেটি কিসের মাইনোরিটি আমরা সবাই সমান। মুসলিম, হিন্দু , বৌদ্ধ খ্রিষ্টান সবাই এদেশের নাগরিক।তিনি বুধবার(২৬ ফেব্রয়ারী) সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জমায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন এদেশে যেই জন্ম নিয়েছে সবাই এদেশের গর্বিত নাগরিক।

ডাঃ শফিকুর রহমান বলেন ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা এক বিশ্ব সভার সদস্য জাতী সংঘের সদস্য রাষ্ট্র আমরা। তারা আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতকে আমরা কষ্ট দিতে চাই না ‘ভারত যেনো আমাদের কষ্ঠ না দেয়। তারা যেনো কিছু চাপিয়ে না দেন ‘ যা বাংলাদেশের জন্য সন্মানজক নয়।

তিনি আরো বলেন, যদি সেরকম কিছু করে দেশেরর স্বার্থে আমরাও সেদিন ভ’মিকা পালন করতে বাধ্য হবো ‘ কারো চোখের দিকে তাকাবোনা। আমরা বিবেকের দিকে তাকিয়ে বিকেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাধের দায়িত্ব পালন করতে বাধ্য হবো।তিনি বলেন জুলাইগন অভূথানে কারা মানুষ খুন করেছে ইজ্জত লন্ঠন করেছে লুটপাট করে তা তদন্ত করে শেতপত্র প্রকাশ করা হোক।

ডাঃ শফিকুর রহমান বলেন আমরা নাগরিকদের ভাগবাটোয়ারা কোন ধর্মের বা দলের ভিত্তিতে করা পক্ষে নই। অতীতের পতিত স্বৈরাচারী জাতীকে ভেঙ্গে টুকরো টুকরো করে মুখোমুখি দাঁড় করিয়েছিল। যে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারেনা সে দেশের মানুষ বিশ্ব দরবারে সন্মান নিয়ে দাঁড়াতে পারে না। তিনি বলেন ২০২২ সালের পঞ্চগড়ে করতোয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নিহত ৭২ জনের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে ধারণ করলাম।

যতদিন বেঁচে থাকি, সেই ফিলিংস নিয়ে বেঁচে থাকব ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের দেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশ, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না।

পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পাটির সভাপতি মাসুদুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জামায়াতে ইসলামের কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ রতন চন্দ্র রায় নামে সনাতন ধর্মের স্থানীয় একজন বক্তব্য রাখেন। জনসভায় যোগ দিতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকরি খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন। জেলার বাইরে থেকেও নেতাকর্মী ও সমর্থকদের জনসভায অংশ নিতে দেখা যায়।