‘আমরা গাজায় আকাশ থেকে হামলা শুরু করেছি, পরবর্তী সময়ে  ভূমি দিয়েও আসব’

প্রকাশ : 2023-10-11 12:58:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

‘আমরা গাজায় আকাশ থেকে হামলা শুরু করেছি, পরবর্তী সময়ে  ভূমি দিয়েও আসব’

গাজা আর আগের মতো থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বলেন, ‘হামাস পরিবর্তন দেখতে চেয়েছিল এবং তারা সেটা দেখতে পাবে। গাজা আর আগের মতো থাকবে না।’ হামাসের অতর্কিত হামলার জবাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে স্থল হামলাও শুরু করতে চায় দেশটি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউয়েভ গ্যালান্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

গাজা সীমান্তের বেড়ার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে কথা বলার সময় গ্যালান্ট বলেন, ‘আমরা আকাশ থেকে হামলা শুরু করেছি। পরবর্তী সময়ে আমরা ভূমি দিয়েও (গাজায়) আসব।’

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতির বাসিন্দাদের জোরপূর্বক ঢুকে পড়া, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের হাতে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের উত্তেজনার মধ্যে শনিবার ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে যুদ্ধাবস্থা ঘোষণা করে গাজাকে ঘিরে ফেলে পঞ্চম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নিরবচ্ছিন্ন হামলায় বুধবার সকাল ছয়টা পর্যন্ত ৯০০ ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

গাজা আর আগের মতো থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বলেন, ‘হামাস পরিবর্তন দেখতে চেয়েছিল এবং তারা সেটা দেখতে পাবে। গাজা আর আগের মতো থাকবে না।’

 

কা/আ