আবৃত্তি শিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি

প্রকাশ : 2022-03-28 09:46:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবৃত্তি শিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি

আবৃত্তি শিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

রবিবার রাতে গোলাম কুদ্দুছ বলেন, আমাদের সবার প্রিয় হাসান আরিফ অনেক দিন ধরে হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থার আরেকটু অবনতি হয়েছে। সবাই প্রার্থনা করি আরিফের জন্য, সে যেন সুস্থ হয়ে ফিরে আসে।

গত ২ ডিসেম্বর করোনা পজিটিভ হওয়ার পর দিন হাসান আরিফকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মাঝে একটু সুস্থ হলে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। পরবর্তীতে ফের অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাসান আরিফ অনেক দিন ধরেই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।