আবার পর্যটকদের জন্য উন্মুক্ত হল বান্দরবনের দেবতাখুম

প্রকাশ : 2024-01-18 16:15:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবার পর্যটকদের জন্য উন্মুক্ত হল বান্দরবনের দেবতাখুম

আগামী সোমবার (২২ জানুয়ারি) থেকে বান্দরবা‌নে আসা সব পর্যটক রোয়াংছ‌ড়ির দেবতাখুম ভ্রমণ কর‌তে পারবেন। এর আগে ২০২৩ সালের ১৪ জুলাই থেকে জঙ্গি অভিযানের কারণে দেবতাখু‌মে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়।

বুধবার (১৭ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণ‌বিজ্ঞ‌প্তির মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

এতে জানা‌নো হয়, গত বছরের ১৪ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বান্দরবান সেনানিবাসের ১৭ জানুয়ারি জিএস (ইন্ট) পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার পূর্বে উপজেলা প্রশাসন থেকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন কর‌তে হবে। জনস্বার্থে এ গণ‌বিজ্ঞ‌প্তি জারি করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোয়াংছড়ির দেবতাখু‌মে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বান্দরবান জেলায় পর্যটক ভ্রমণে আর কোনও নিষেধাজ্ঞা রইলোনা।

 

সান