আবার এক পর্দায় সালমান ও রেবতি
প্রকাশ : 2022-11-28 11:57:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
১৯৯১ সালে ‘লাভ’ সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষেক ঘটেছিল এক দক্ষিণি অভিনেত্রীর। সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল; দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছিল সালমানের সঙ্গে তাঁর জুটি। সিনেমার গান ‘সাথিয়া তুনে ক্যায়া কিয়া’ সেই সময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
সেই অভিনেত্রী আর কেউ নন, রেবতি। প্রথম সিনেমার সাফল্যের পর সালমান–রেবতিকে নিয়ে বলিউডের নির্মাতা, প্রযোজকদের আগ্রহ থাকলেও ব্যাটে–বলে না মেলায় মাঝে আর কোনো সিনেমায় পাওয়া যায়নি তাঁদের। তবে তিন দশক পর আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন সালমান–রেবতি। ‘টাইগার থ্রি’ সিনেমায় ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের চরিত্রে অভিনয় করবেন রেবতি; যে চরিত্রে আগে গিরিশ করনাডকে দেখা গেছে।
মনীশ শর্মা পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। আরও আছেন ইমরান হাশমি, রণবীর শোরে, বিশাল জেথওয়ার। অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। আগামী বছর দিওয়ালিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
১৯৮৩ সালে তামিল সিনেমা ‘মান বাসানাই’ সিনেমার মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে রেবতির; পরবর্তী সময়ে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় সিনেমায় অভিনয় করে খ্যাতি পান। তিনি তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।
অভিনয়ের পাশাপাশি পরিচালকের ভূমিকাতেও দেখা গেছে রেবতিকে। পরিচালনা করেছেন ‘সালাম ভেঙ্কি’ নামের একটি ছবি; যেটি আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে। এই ছবির প্রচারণায় সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন–১৬–এর মঞ্চে হাজির হয়েছিলেন রেবতি। সেই মঞ্চেই তাঁর সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয়ের খবর দেন সালমান।