আবারও বাড়লো এলপি গ্যাসের দাম  

প্রকাশ : 2022-02-03 18:31:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবারও বাড়লো এলপি গ্যাসের দাম  

এলপি গ্যাস ১২ কেজি প্রতিটি সিলিন্ডারের দাম আবারও  ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে এক হাজার ২৪০।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চ্যুয়াল দাম ঘোষণা অনুষ্ঠান থেকে নতুন এ বর্ধিত মুল্য ঘোষণা করা হয়।  ভার্চ্যুয়াল দাম ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক ও মোহাম্মদ বজলুর রহমান।

এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১২৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা জানুয়ারি মাসে ছিল ১১৭৮ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলেও জানান বিইআরসি চেয়ারম্যান।