আবারও করোনায় আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন
প্রকাশ : 2023-09-05 11:00:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস গতকাল সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে।
৭২ বছর বয়সী জিল বাইডেনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। গত বছরের আগস্টে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী বাইডেন গত বছরের জুলাইয়ে করোনায় আক্রান্ত হন।
জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেজান্দার এক বিবৃতিতে জানান, তিনি ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবথ সৈকতে তাঁর বাড়িতে থাকবেন। বাইডেন গতকাল সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে একাই ফিরে এসেছেন।
হোয়াইট হাউস আরও বলেছে, জিল বাইডেন করোনায় আক্রান্ত হওয়ায় ওই দিন সন্ধ্যায় বাইডেনেরও করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় বাইডেনের করোনা নেগেটিভ আসে।
ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হওয়ায় বাইডেনের বিদেশ ভ্রমণে কোনো প্রভাব পড়বে কি না, তা স্পষ্ট করেনি হোয়াইট হাউস। তবে বাইডেনের সাপ্তাহিক সময়সূচির ঘোষণায় আগামী বৃহস্পতিবার তাঁর নয়াদিল্লি সফরের উল্লেখ রয়েছে এবং রোববার হ্যানয়তে যাওয়ার কথা রয়েছে বাইডেনের।২০২৪ সালে আবারও নির্বাচনে লড়বেন বাইডেন।