আবারও ইউক্রেন সফরে অ্যাঞ্জেলিনা জোলি, ঘটল যে ঘটনা

প্রকাশ : 2025-11-06 15:55:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবারও ইউক্রেন সফরে অ্যাঞ্জেলিনা জোলি, ঘটল যে ঘটনা

মার্কিন অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন সফর করেছেন। জানা গেছে তিনি হেঁটে যুদ্ধবিদ্ধস্ত দেশটিতে প্রবেশ করেছিলেন। তার এই গোপন সফর কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছে। জোলির ড্রাইভারকে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। 

সফরকালে জোলি কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্রে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায় অভিনেত্রী নিজের সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরেছেন। রাশিয়ার হামলায় আক্রান্ত ওই শহরের শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতেও দেখা যায়।  

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে জোলির এটি ইউক্রেনে দ্বিতীয় সফর। এর আগে ২০২২ সালে ইউক্রেনের লভিভ গিয়েছিলেন। সফরকালে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

শিশুদের ভয়াবহ পরিস্থিতি দেখে সহমর্মিতা প্রকাশ করেন জোলি। তিনি বলেছিলেন, ‘এ ধরনের ঘটনা শিশুদের জন্য একটা ধাক্কা। আমি জানি মানসিক ধাক্কা কীভাবে শিশুদের জীবনে প্রভাব ফেলে। আমি জানি তাঁরা কতটা গুরুত্বপূর্ণ, তাদের কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ।’  

এবার তিনি আরও বিপজ্জনক, সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে ভ্রমণ করেন। জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়নি।