আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মোদি

প্রকাশ : 2021-08-24 07:57:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বৃহস্পতিবার আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। 

বলা হয়েছে, আফগান পরিস্থিতি নিয়ে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। তবে আফগানিস্তান ইস্যুতে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

জয়শঙ্কর জানান, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের অবহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। পরে এই বিষয়ে বিস্তারিত জানাবেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তান থেকে দেশটির সংখ্যালঘুদের ভারতে ফেরাতে নাগরিকত্ব আইনের যৌক্তিকতা সর্বদলীয় বৈঠকে তুলে ধরতে পারে মোদি সরকার।