আন্দোলনকারীদের মুখোমুখি ছাত্রলীগ, সংঘর্ষের আশঙ্কা
প্রকাশ : 2024-07-11 18:16:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে শাহবাগ মোড় ব্লকেড করার কথা থাকলেও বৃষ্টির কারণে শিক্ষার্থীদের আসতে দেরি হয়। অন্যদিকে বেলা ২টায় ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে মিছিলের ঘোষণা দিলেও বৃষ্টির কারণে তাদের মিছিল বের করতেও দেরি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানানে কোটা সংস্কারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তাদের এই কর্মসূচি ঠেকাতে রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের অবস্থা দেখা গেছে।
বৃহস্পতিবার পৌনে ৪টায় সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে ভিজে লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। অন্যদিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যানটিনে অবস্থান নিচ্ছে ছাত্রলীগ।
আন্দোলনকে ঘিরে শাহবাগ মোড়ে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। ছাত্রলীগ ও কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করে এই প্রস্তুতি নিয়েছে পুলিশ।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জড়ো হচ্ছেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। এদিকে পুরানসহ ঢাকা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের বাসে করে এসে টিএসসি এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।
এর আগে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীসহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। পাশাপাশি হাইওয়ে ও রেলপথও এ ব্লকেডের আওতায় থাকবে।
সান