আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বাগেরহাটে আলোচনা সভা

প্রকাশ : 2022-06-27 10:05:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বাগেরহাটে আলোচনা সভা

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বাগেরহাটে বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি প্রতিপাদ্য নিয়ে রবিবার (২৬ জুন) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাফিজ আল আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জুন ডাঃ হাবিবুর রহমান,  বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক বুলু বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন,শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মাদককে ঘৃণা করতে হবে। মাদকদ্রব্য রোধে শুধু সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদক রোধে কার্যকর ভূমিকা পালন করেত হবে। আলোচনা সভা শেষে মাদকদ্রব্যের কুফল বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরুষ্কার দেওয়া হয়।