আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইতালিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রকাশ : 2022-03-03 14:06:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইতালিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ইতালির ভেনিস বাংলা স্কুল অস্হায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্কুলের ছাএ-ছাএী,অভিভাবক বৃন্দ এবং স্কুল কতৃপক্ষ। 

সোহেলা আক্তার বিপ্লবীর উপস্থাপনায় ভেনিস বাংলা স্কুল ২১ শে ফেব্রুয়ারী কবিতা আবৃত্তিতে বিজয়ীদের এবং অংশ গ্রহণ কারি সবাই কে পুরস্কার প্রদান করেন ভেনিসে মানবতার ফেরিওয়ালা ও ব্যবসায়ী  মোবারক হোসেন।

তিনি  স্কুল পরিবার,শিক্ষিকা সহ অভিবাবকদের ধন্নবাদ জানান এবং সবাই যেন ছোট ছেলে মেয়ে দেরকে বাংলা স্কুলে বাংলা শিখার জন্য পাঠান।তিনি আরো বলেন আমি গর্ভিত স্কুলে বাচ্চাদের কিছু উপহার দিতে পেরে এবং স্কুলের সহজগিতায় সর্বদাই পাশে থাকার চেষ্টা করব। 

 ভেনিস বাংলা স্কুলের প্রতিস্ঠাতা সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার।তার বক্তব্যে  মোবারক হোসেনকে ধন্ন্যবাদ জানান স্কুলের ছেলে/মেয়েদের উপহার তুলে দেয়ার জন্য।

অনুস্থানে আরও উপস্থিত ছিলেন,অভিভাবক বৃন্দ,শিক্ষীকাগন,ও স্কুল পরিবারের মধ্যে ,আক্তার উদ্দিন,নাসির উদ্দিন পান্না, হান্নান ফকির,সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি,আমির হোসেন, নুরে আলম,সুমন সরকার সহ আরো অনেকে।