আন্তর্জাতিক বাজারে সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

প্রকাশ : 2022-09-07 14:26:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আন্তর্জাতিক বাজারে সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে। গত ৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন। চীনে আবারও করোনার প্রাদুর্ভাব ঘটেছে। ফলে দেশের বিভিন্ন শহরে নতুন করে লকডাউন দিয়েছে চীনা সরকার। 

এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকেই যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি পণ্যটির চাহিদা হ্রাস পেয়েছে। মূলত এ দুই কারণে বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে।

ব্যবসাভিত্তিক প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে উল্লেখ করা হয়, বুধবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রডের সরবরাহ মূল্য কমেছে ১ ডলার ৩৫ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯১ ডলার ৪৮ সেন্টে।

আগের সেশনে এ তেলের দাম কমে ৩ শতাংশ। চুক্তি মূল্য দাঁড়ায় ৯১ দশমিক ৩৫ শতাংশ। গত ১৮ ফেব্রুয়ারির পর যা সর্বনিম্ন। 

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ক্রডের ভবিষ্যত সরবরাহ মূল্য ১ ডলার ৫৫ সেন্ট বা ১ দশমিক ৮ শতাংশ কমেছে। ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ৮৫ ডলার ৩৩ সেন্টে। এক পর্যায়ে তা ৮৫ ডলার ১৭ সেন্টে নেমে যায়। গত ২৬ জানুয়ারির পর যা সর্বনিম্ন।

এর আগে গত সোমবার (৫ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ে। কারণ, ওই দিন এক বৈঠকে আগামী অক্টোবরে দৈনিক ১ লাখ ব্যারেল তেল উত্তোলন কমাতে সম্মত হয় উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্র জোট ওপেক প্লাস।