আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মারা গেছেন

প্রকাশ : 2021-08-18 10:48:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মারা গেছেন

মালা শাড়ির উদ্যোক্তা ও আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আনোয়ার হোসেন। মৃত্যকালে তিনি চার মেয়ে ও তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাতে আনোয়ার গ্রুপের ফেসবুক পেজে মৃত্যুর খবরটি জানানো হযেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

বাংলাদেশে শাড়ির জগতে প্রথম সুপরিচিত ব্র্যান্ড মালা শাড়ির উদ্যোক্তা আনোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের আগে ও পরে মালা শাড়ি খুবই জনপ্রিয় ছিল। ১৯৬৮ সালে আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠাতা করে মালা শাড়ি বাজারজাত শুরু করেন। পরবর্তীতে আনোয়ার হোসেন ব্যবসার পরিধি বাড়ান। প্রতিষ্ঠা করেন আনোয়ার গ্রুপ। বর্তমানে আনোয়ার গ্রুপের কোম্পানির সংখ্যা ২০টি। বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, আবাসন, পলিমার, আসবাব, অটোমোবাইল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। তিনি বেসরকারিখাত দি সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক।