আধুনিকতার ছোঁয়া নেই কাউনিয়া রেল জংশন স্টেশনে   

প্রকাশ : 2023-11-18 18:06:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আধুনিকতার ছোঁয়া নেই কাউনিয়া রেল জংশন স্টেশনে    

চব্বিশ ঘন্টায় ২৯টি ট্রেন যাতাযত করে, মালামাল ও যাত্রী পরিবহনে বছরে প্রায় দেড় কোটি টাকা আয় হলেও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এলাকায় রেল জংশনটি প্রতিষ্টার পর থেকে আজও আধুনিকতার ছোঁয়া লাগেনি রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে। 

ডিজিটাল যুগেও হরহামেশাই টিকেট যায় কালো বাজারে। সুযোগ সুবিধা না বাড়লেও দিন দিন বাড়ছে যাত্রী দুর্ভোগ আর নাগরিক বিড়ম্বনা। এছাড়াও রয়েছে দীর্ঘ দিনের জনবল সংকট। স্টেশন সুত্র জানায়, ৯টি আন্তঃ নগর ট্রেন, ৮টি মেইল ট্রেন, ৪টি লোকাল ও ৬টি  কমিউটার ড্যেমু) ট্রের চলে এই রেল জংশন দিয়ে। অথচ রেলওয়ে জংশন স্টেশনটি চরম জনবল সংকটে। আছে ঝুকিপূর্ণ ভবনে কার্যক্রম, গন শৌচাগার এর অভাব, যাত্রী বিশ্রামাগার অপরিচ্ছন্ন, বিদ্যুৎ চলে গেলে ভূতুড়ে এলাকায় পরিনত, টোপলাটানা পাটির উপদ্রপ, বিশুদ্ধ পানির অভাব, মুসাফির খানা হকারের দখলে রয়েছে। এছাড়াও গরু ছাগলে বিরাণভুমি এই স্টেশন মাঠ। কেউ নেই এসব দেখার। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে স্টেশনের দ্বিতীয় প্লাটফর্মের চাল ও দিয়ে টপ টপ বৃষ্টি পড়ে। এতে করে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন । আন্তঃ নগর ট্রেনের অপেক্ষমান যাত্রী রফিকুল ইসলাম জানান টিকেটের কালেবাজারী তো রয়েছেই সেই সাথে রয়েছে নেশা খোরদের উৎপাত। শুধু তাই নয় বর্ষাকালে বৃষ্টির কারণে স্টেশনে যাত্রীদের মূল্যবান কাগজপত্র নষ্ট হবার উপক্রম হয়ে পড়ে। গরু ছাগলের অবাধ বিচরণ সহ নানা সমস্যা থাকলেও স্টেশন মাষ্টার মোবারক হেসাই জানান, গত অর্থবছরে স্টেশন থেকে প্রায় দেড় কোটি টাকা আয় হয়েছে। শুধু গত বছরই নয় প্রতি অর্থবছরেই এই স্টেশন থেকে সরকার আয় করছে কোটি টাকার উপর। যাত্রীদের অভিযোগ, গন শৌচাগার না থাকায় মহিলা যাত্রীদের বিড়ম্বনার শেষ নাই। পরিস্কার পরিচ্ছন্নতার বালাই নেই সেখানে। একটি ১ম শ্রেণীর ওয়েটিং রুম থাকলেও কোন আয় নেই সেখানে। পরবর্তীতে ২য় শ্রেনীর একটি ওয়েটিং রুম তৈরী করা হলেও পরিস্কার পরিচ্ছনতার বালাই নেই। ২জন সুইপার কাগজে কলমে থাকলেও তাদের কাজে দেখা যায় না। খাবার পানির জন্য দুই টি টিউবয়েল থাকলেও অধিকাংশ সময় থাকে নষ্ট। রেলওয়ে মেডিকেলের আস্তিত্ব কত দিন আগের ইতিহাস তা বর্ননা করা অসম্বভ ফলে ট্রেনে কাটা রোগি ও কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বুক্তভুগি যাত্রীরা জানান, বাণিজ্যমন্ত্রীর এলাকর স্টেশনের যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথয় হচ্ছে উন্নয়ন ? তার সুদৃষ্টি কামনা করেছেন। স্টেশন মাষ্টার মোবারক হেসাই জানান সমস্যা গুলো কর্তৃপক্ষকে জানান হয়েছে।