আদমদীঘি রক্তদহ বিলে অভিযানে অবৈধ চায়না দুয়ারি, কারেন্ট ও খরা জাল জব্দ
প্রকাশ : 2023-10-13 18:37:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার রক্তদাহ বিলে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি, কারেন্ট ও খরা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলেছে মৎস্য অধিদপ্তরের কর্মকতারা।
গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সান্তাহার রক্তদহ বিলে অভিযান পরিচালনা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল।
এ বিষয়ে আদমদীঘি মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, ঐতিহ্যবাহী রক্তদহ বিলে অভিযান চালিয়ে ১০ টি নিষিদ্ধ অবৈধ চায়না দুয়ারি (রিং জাল), ৩০টি কারেন্ট জাল ও ২টি খরা জাল জব্দ করা হয়েছে। যার মোট দৈর্ঘ্য ২০ হাজার মিটার ও মূল্য প্রায় ১ লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো এদিন রাতে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরবর্তিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
ই