আদমদীঘি উপজেলা সবুজ আন্দোলন কমিটি গঠন
প্রকাশ : 2022-11-15 18:34:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা সবুজ আন্দোলন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার সবুজ আন্দোলন আদমদীঘি উপজেলার নব কমিটি অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেযভরম্যান বাপ্পী সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল। গনমাধ্যমকর্মী গোলাম রব্বানী দুলালকে সভাপতি ও গনমাধ্যমকর্মী সাগর সাগর খানকে সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি মিহির কুমার সরকার,মশিউর রহমান সজল,নাসির আরেফিন নিবির, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র,যুগ্ম সম্পাদক রাহুল পারভেজ ও আবু বক্কর সিদ্দিক ,সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক রুকু সরদার,সহ অর্থ সম্পাদক শামিম হোসেন প্রান্ত, দপ্তর সম্পাদক নয়ন হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব হাসান,যুব ও ক্রীড়া সম্পাদক রাইসুল ইসলাম শৈবাল, বন ও পরিবেশ সম্পাদক আহসান হাবিব শিমুল,আইন বিষয়ক সম্পাদক হাসেম আলী খন্দকার , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমান হোসেন, নির্বাহী সদস্য ফিরোজ মামুন, আরমান হোসেন পলাশ, এমরান শাহ, মোরশেদ হোসেন, ফাহাদ আহম্মেদ সৈকত, লাবু শেখ, ইশতিয়াক আহম্মেদ তরুন, মোহাম্মদ ইউসুফ পাশা, জাহিদ হাসান শুভ ও তানভির গালিবকে মনোনিত করে ২৮ সদস্য বিশিষ্ঠ এই কমিটি অনুমোদন দেয়া হয়। নব গঠিত কমিটি পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনে জনসচেতনতা সৃষ্টি সহ গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে আশা প্রকাশ করেন।