আদমদীঘি উপজেলা এবং সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা

প্রকাশ : 2025-04-10 17:51:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘি উপজেলা এবং সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা

বগুড়ার জেলার আদমদীঘি উপজেলা সেচ্ছাসেবক দলের রুহুল আমিনকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। গত বুধবার ( ৯এপ্রিল) বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি জুয়েল রানা, বুলু মাহমুদ ঠান্ডু, মাহবুব আকন্দ, যুগ্ম সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান। ওই পত্রে নতুন ৭ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের পুর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করে জেলা সেচ্ছাসেবক দলের অফিসে পাঠানোর নির্দেশ দেয়া হয় ।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে মানিক হোসেন সভাপতি, রুবেল হোসেন সিনিয়র সহ-সভাপতি, সাব্বির হোসেন লিয়ন সাধারণ সম্পাদক, মাহফুজুল রানা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাগর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাতে পাঁচ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলার সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

এ বিষয়ে বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ বলেন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওই  কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।