আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2023-11-16 18:23:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, প্রকৌশলী রিপন কুমার সাহা, থানার অফিসার রেজাউল করিম, সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, শামিম-উল-ইসলাম, আব্দুস সালাম, গনমাধ্যমকর্মী খায়রুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমুখ। পরে মাসিক উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।