আদমদীঘির সান্তাহার পৌর শ্রমিক দলের নতুন কমিটি ঘোষনা
প্রকাশ : 2022-03-25 18:56:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সান্তাহার পৌর শ্রমিক দলের কমিটি গঠনের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক (২) মামুনুর রশিদ মামুন প্রমুখ।
সম্প্রতি বগুড়া জেলা শ্রমিক দল আব্দুল মান্নান কে সভাপতি, সামছুদ্দিন গল্টু কে সাধারণ ও মোয়াজ্জিম হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সান্তাহার পৌর শ্রমিক দলের নতুন কমিটি ঘোষনা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক নুর ইসলাম টুলু, দপ্তর সম্পাদক মামুন প্রমুখ। উক্ত কমিটি অনুমোদন দেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, আশা করি এই নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্বে পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করবে। শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী সংগঠন হিসাবে পরিণত করবে।