আদমদীঘির শিক্ষিকা মুক্তা রানী অর্জন করেছে আন্তর্জাতিক পুরস্কার

প্রকাশ : 2022-08-03 19:33:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘির শিক্ষিকা মুক্তা রানী অর্জন করেছে আন্তর্জাতিক পুরস্কার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বনমালী পরমেশ্বর(বিপি)উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তা রানী তার অদম্য পরিশ্রম,মেধা ও সৃজনশীলতার মাধ্যমে অর্জন করেছেন একের পর এক সম্মাননা ও খ্যাতি। জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে British Council এর International School Award (ISA) 2020-2022  অর্জন করেন। এই অর্জনের জন্য কাজ করতে হয়েছে ভারত, পাকিস্থান, মরোক্কো, নেপাল সহ বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে। বেশ কয়েকটি প্রজেক্ট শেয়ারিং এর মাধ্যমে সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আনন্দ পেয়েছে,তেমনি অর্জন করেছে দারুণ এক অভিজ্ঞতা। 

জানা যায়, ১৯৯৯ সাল থেকে এক পর্যন্ত এক হাজারেরও অধিক স্বীকৃতি সম্মাননা দিয়েছে British Council। প্রতি তিন বছর পর এই আন্তর্জাতিক পুরস্কার ও সম্মআননা দেয় British Council। ২০১৯ সালের নভেম্বর মাসে  Connecting Classrooms  প্রোগ্রামের আওতায় দেশের ১৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়। ২০১২ সালে পাঁচ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের যাত্রা শুরু করে British Council, International School Award (ISA) ।

এবিষয়ে বুধবার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা মুক্তা রানীর সাথে এ প্রতিনিধির কথা হলে তিনি বলেন,এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করার সময় সাহায্য করেছেন আমার সহকর্মী বৃন্দ। সব সময় পাশে ছিলেন আমাদের প্রধান শিক্ষক এবং নিজে কাজ করেছি School Co-ordinator হিসেবে। তিনি আরো বলেন,ভবিষ্যতে আরও ভালো কাজ করার মাধ্যমে নিজের প্রতিষ্ঠানকে যেন আরো ভাল কিছু দিতে পারি। সকলের কাছে সে আর্শিবাদ প্রার্থনা চেয়েছেন। কোভিড-১৯ পরিস্থিতির কারনে এ বছর কোন অনুষ্ঠানের আয়োজন করেনি ব্রিটিশ কাউন্সিল। এজন্য কুরিয়ার মাধ্যমে সম্মাননা পুরস্কার চলতি সপ্তাহে পাঠিয়েছে তারা। সান্তাহার বনমালী পরমেশ্বর(বিপি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র সাহা বলেন,আমার বিদ্যালয় থেকে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় বিদ্যালয়ের সকলে খুবই  গর্বিত। জেলার মধ্যে আমার বিদ্যালয় শুধু মাত্র এই পুরস্কার পাওয়ায় আমরা খুবই আনন্দিত।