আদমদীঘির মহসিন প্রবাসে কাজ করতে লোহার রড পড়ে মৃত্যু, দাফন সম্পন্ন
প্রকাশ : 2025-04-10 17:48:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় কনষ্ট্রাকশনের কাজ করতে গিয়ে ছাদ থেকে লোহার রড পড়ে মহসিন আলী (৩৮) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ দিন পর গতকাল বুধবার (৯এপ্রিল) রাতে দেশে পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মহসিন আলী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামের মৃত ছালামত আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দালালের ক্ষপ্পরে পড়ে গত প্রায় ৮ মাস পূর্বে চোখে হাজারো স্বপ্ন নিয়ে ভাগ্যের চাকা ঘুরাতে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিল মহসিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত ১৮ মার্চ মঙ্গলবার কনষ্ট্রাকশনের কাজ করতে গিয়ে নির্মানাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে লোহার রড পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান মহসিন। পরে প্রবাসী বাংলাদেশীরা তাকে উদ্ধার করে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২২ মার্চ) তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শুনে পরিবারে চলে শোকের মাতম। গত বুধবার (১০ এপ্রিল) রাতে লাশ বাংলাদেশে তার পরিবারের কাছে পৌছে।
নিহত মহসিনের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, 'আমরা পাঁচ ভাইয়ের মধ্যে মহসিন তিন নম্বর। মহসিন দেশেই কনষ্ট্রাকশনের কাজ ভালই করত হঠাৎ সে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে মালয়েশিয়ায় চলে যান। আমরা তার এই অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাদ যোহর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মালয়েশিয়া থেকে মুঠোফোনে তার সহপাঠী রুহুল আমিন জানান, মহসিন আলী ২০২৪ সালে দালালের মাধ্যমে মালয়েশিয়া আসেন। পরবর্তীতে মালয়েশিয়া সরকারের দেওয়া ই-কার্ডের মাধ্যমে সাপ্লাই কোম্পানীর অধীনে বৈধ হন। কিছু দিন পরে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে কনষ্ট্রাকশন কোম্পানির প্রজেক্টের মাধ্যমে কাজ করা অবস্থায় মাথায় লোহার রড পড়ে তার মৃত্যু হয়। নিহত মহসিনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে পাঠানো হয়েছে।