আদমদীঘির অপহৃতা মাদ্রাসা ছাত্রী উদ্ধার, দুই অপহরনকারী গ্রেফতার
প্রকাশ : 2022-07-14 19:54:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার আদমদীঘিতে অপহৃতা মাদ্রাসা ছাত্রী উদ্ধার সহ সোহাগ ও সুমি নামের দুই অপহরনকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর দীঘিরপাড় এলাকার প্রবাসী মিলন হোসেনের মেয়ে ও তালোড়া জামিয়া মহিলা মাদরাসার মেসকাত বিভাগের ছাত্রী মোবাসিরা আক্তার মুক্তিকে একই গ্রামের সামছুল হকের ছেলে সোহাগ এক বছর পূর্বে হইতে প্রেম নিবেদন সহ কু প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি সোহাগের পরিবারকে জানালে সোহাগ ক্ষিপ্ত হয়। মাদ্রাসা ছাত্রী কোরবানীর ঈদের ছুটিতে কোমারপুর দীঘিরপাড় নিজ গ্রামের বাড়ীতে আসার পর গত ১৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১১ টার সময় তার নানীর বাড়ীতে যাওয়ার পথে বাড়ীর নিকট পুকুর পাড়ে পৌছা মাত্রই সোহাগ সহ ৫/৬ জন অপহরনকারী মাদ্রাসা ছাত্রী মোবাসিরা আক্তার মুক্তিকে সিএনজি যোগে জোড়পূর্বক অপহরন করে নিয়ে যায়।
_1653984417.gif)
এঘটনায় মাদ্রাসা ছাত্রীর মা জুলেখা বেগম বাদী হয়ে আদমদীঘি থানায় ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে অপহরন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী অফিসার এস আই আল কাফি বুধবার রাতেই অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার সহ অপহরনকারী সোহাগ ও তার বোন সুমি আক্তারকে গ্রেফতার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্য রেজাউল করিম রেজা, অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ গ্রেফতারকৃত সোহাগ ও সুমিকে বৃহস্প্রতিবার আদালতে পাঠিয়েছে।