আদমদীঘিতে ৬৫ পিস এ্যাম্পলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : 2025-06-30 18:38:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ৬৫ পিস এ্যাম্পলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি সান্তাহার থেকে ৬৫ পিস নেশার ইনজেকশন (এ্যাম্পল) সহ রেনু আক্তার ওরফে রেনুকা (৩৮) ও মানিক হোসেন (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত রোববার (২৯ জুন) রাতে সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা জনৈক সৌদি প্রবাসী ইমরানের বাড়ির ভিতর থেকে তাদের গ্রেপ্তার ও এ্যাম্পল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রেনু আক্তার ওরফে রেনুকা সান্তাহার ইয়ার্ড কলোনীর ইমরানের স্ত্রী ও মানিক হোসেন নওগাঁ জেলা সদরের কৃত্তিপুর হরিরামপুর পশ্চিমপাড়ার হামিদুর রহমান খোকার ছেলে। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান, গত রোববার রাতে সান্তাহার ইয়ার্ড কলোনীর সৌদি প্রবাসির বাড়িতে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত নারী ও পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও তাদের হেফাজতে থাকা নেশার ৬৫ পিস ইনজেকশান জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।