আদমদীঘিতে ৩ মাদকসবেীর র্অথদন্ড ও কারাদন্ড

প্রকাশ : 2022-02-24 18:40:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ৩ মাদকসবেীর র্অথদন্ড ও কারাদন্ড

বগুড়ার আদমদীঘিতে ৩ মাদকসেবীকে র্অথদন্ড সহ কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতবিার দুপুরে ভ্রাম্যমাণ আদালতরে বিচারক সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক এ রায় দেন। 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বৃহস্পতবিার বেলা ১২টার দিকে উপজেলার সান্তাহার পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদকসবেীকে গ্রেফতার করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিন। দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সহ ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজলোর কলসা রথবাড়ি এলাকার মৃত আইয়ুব আলী সরদাররে ছেলে ময়েন উদ্দিন (৪০), নামা পোঁওতা এলাকার মৃত চান্দু প্রাং এর ছেলে সাজ্জাদ হোসনে (৪৫) ও সাঁতাহার সাহেব পাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে হেলাল হোসনে (৪৯)। থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের বৃহস্পতবিার বিকালে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।