আদমদীঘিতে ২৬ অসহায় পরিবারকে ঢেউটিন-চেক প্রদান
প্রকাশ : 2022-02-17 19:34:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধীনে বগুড়া জেলা প্রশাসকের বরাদ্দকৃত ৪৫ বান্ডিল টিন ও বান্ডিল প্রতি ৩ হাজার টাকা চেক গৃহ নির্মানের জন্য বগুড়ার আদমদীঘি উপজেলার ২৬টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্ত¡রে অসহায় পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সামছুল হক খন্দকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমূখ।