আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত মামলায় গ্রেফতার-১
প্রকাশ : 2024-06-10 19:15:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুস ছালাম [৪৪) নামের এক ব্যবসায়ী নিহতের ঘটনা মামলায় পুলিশ ওই ট্রাক্টর চালক রব্বানী [২৯) কে গ্রেফতার করেছে। ট্রাক্টর চালক রব্বানী উপজেলার ছাতিয়ানগ্রামের নুর ইসলামের ছেলে। গত রোববার রাতে তাকে র্যাবের সহযোগিতায় আদমদীঘি থানা পুলিশ নওগাঁর আদম দুর্গাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জানা যায় গত ৫ জুন গত রোববার আদমদীঘি উপজেলার শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ব্যবসায়ী আব্দুস ছালাম মোটরসাইকেল যোগে চাঁপাপুর যাওয়ার সময় সড়কের মটপুকুরিয়া নামক স্থানে ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আব্দুস ছালাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আদমদীঘি থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় র্যাব-১২ এর সহযোগীতায় আদমদীঘি থানা পুলিশ ওই ট্রাক্টরের চালক রব্বানীকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্তকারি উপ-পরিদর্শক নাজমুল হক মৃধা জানান।