আদমদীঘিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা  

প্রকাশ : 2024-08-10 19:08:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা   

দেশের চলমান পরিস্থিতিতে এখনো স্বাভাবিক কার্যক্রম ও কর্মস্থলে ফেরেনি পুলিশ। বিগত কয়েক দিনের ন্যায় গতকাল শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলায় সাপ্তাহিক হাটের দিনেও বাজারে যানজট নিরসন, মানুষের চলাফেরা সহজ করতে ও ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, গতকাল শনিবার (১০ আগস্ট) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কে আদমদীঘি বাসষ্ট্যান্ড এলাকায়, পশ্চিম বাজার ব্রীজ, থানা রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ নিরসনে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী, রোভার স্কাউটস সহ সাধারন মানুষরা। 

শিক্ষার্থী প্রতিনিধি শুভ পাল, স্বরুপ সাহা, পারভেজ, তানভির, আহম্মেদ কাওছার দ্বীপ, রানিম, রাফি, সিয়াম জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। এছাড়া মটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে নির্দেশনা দেওয়া হচ্ছে। 

অপর দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন সড়কেও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাহায্য করছে শিক্ষার্থী ও রোভার স্কাউটসের সদস্যরা। তাদের এই কর্মসূচিতে সাধারণ মানুষ খুশি আর সড়কে ফিরেছে শৃঙ্খলা। গত ৪ দিন ধরে উপজেলার সান্তাহার পৌর শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নানা সামগ্রী নিয়ে সড়ক, স্বাধীনতা স্মৃতিস্থম্ভসহ শহরের নানা সড়কে দীর্ঘক্ষণ ধরে সড়ক পরিস্কার করছে আর ট্রাফিক ব্যবস্থার সাহায্য করছে। এখানে রোভার স্কাউটের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। রোভার স্কাউটের সদস্যদের মাঝে আছে আহসান হাবিব তুহিন, রোভার ক্যাপ্টেন পারভেজ হোসেন, নাইম সিকদার, নিলন, ইমাম, রোকেয়া, জাকিয়া, নাফিজা, প্রেমা প্রমুখ।