আদমদীঘিতে সওজের উচ্ছেদ অভিযান শুরু
প্রকাশ : 2025-02-04 17:40:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সড়ক ও জনপথ বিভাগ মঙ্গলবার থেকে উপজেলার সান্তাহার শহরের পশ্চিম ঢাকা রোড মোড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। তিন দিন ব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম বগুড়ার চারমাথা মোড় পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান। জানা গেছে, বিগত সরকারের সময় সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পশ্চিম ঢাকা রোড মোড় থেকে বগুড়া চারমাথা মোড় পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে থাকা সওজের জায়গায় অবৈধভাবে কাঁচা, সেমিপাকা ও পাকা স্থাপনা নির্মানের মাধ্যমে অবৈধ দখলে রাখে। একারনে বর্তমান অন্তর্বতী সরকারের নির্দেশে সারা দেশে মত বগুড়াতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এসময় সান্তাহারের পশ্চিম ঢাকা রোড থেকে পুর্ব ঢাকা রোড মোড় পর্যন্ত কাঁচা, সেমিপাকা এবং পাকা ভবন ও দুই পেট্ট্রোল পাম্পসহ প্রায় দুই শতাধিক স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে উচ্ছেদ করা হয়। এসময় শহরের বশিপুর মোড়ে সেখানকার হামিম ফিলিং স্টেশন মালিক কর্তৃক পানি নিস্কাশনের কার্লভাটের সামনে দেওয়া বাঁধ কেটে উচ্ছেদ করা হয়েছে। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে সান্তাহার পৌরসভা কর্তৃপক্ষের নির্মান করা মাছের পাইকারি আড়ত বাজারের স্থাপনাও। উচ্ছেদ অভিযান কালে বেলা ৩টার দিকে শহরের হবির মোড়ে অবস্থিত আনিকা ফিলিং স্টেশন নামক পেট্ট্রোল পাম্প মালিক আব্দুল জলিল তার স্থাপনা উচ্ছেদ না করা বিষয়ে আদালতের নিষেধাজ্ঞার কাগজাদি দেখালেও সড়ক ও জনপথ কর্তৃপক্ষ সেটা আমলে না নিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। বুধবার দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে জানিয়েছেন সওজের ওই কর্মকর্তা।