আদমদীঘিতে শ্রমিক দলের নতুন কমিটি গঠন

প্রকাশ : 2025-01-03 18:25:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে শ্রমিক দলের নতুন কমিটি গঠন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন শ্রমিক দলের ৫১সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সকালে আদমদীঘি উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবু হাসানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন কমিটিতে রুহুল ইসলামকে সান্তাহার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, লুৎফর রহমানকে সহ-সভাপতি, আবু হানিফকে সাধারণ সম্পাদক, রঞ্জু হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিক হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এমদাদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক মইদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলম হোসেন প্রমুখ।