আদমদীঘিতে শেখ রাসেল দিবস পালিত

প্রকাশ : 2023-10-18 19:00:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে শেখ রাসেল দিবস পালিত

“শখ রাসেল দীপ্তিময়,নির্ভীক নির্মল দুর্জয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেলের ৬০তম জন্ম দিবস পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে গতকাল বুধবার সকাল ৯ টায় উপজেলা চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃত্বি মাল্যদান,সকাল সোয়া ৯ টায় বর্নাঢ্য র‌্যালী শেষে উপজেলা হলরুমে শেখ রাসেলের জীবনী তুলে ধরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিওি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা কর্তৃক দিবসটির উদ্ধেধনী অনুষ্ঠানটির প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আলোচনা  সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আনিরুল ইসলাম,প্রকৌশলী রিপন কুমার সাহা,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল প্রমূখ।