আদমদীঘিতে মালবাহী ট্রেন থেকে ফেন্সিডিল উদ্ধার, দুই রেল কর্মচারীসহ গ্রেপ্তার ৪
প্রকাশ : 2021-05-04 19:06:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে মালবাহি ট্রেনে মাদক পরিবহনের সময় র্যাব নাটোর ক্যাম্পের একটি দল ২৮২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে বগুড়ার সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব ।
র্যাব ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে র্যাব নাটোর ক্যাম্পের একটি দল সোমবার রাত আট’টার দিকে ঢাকা থেকে প গড়গামী মালবাহি স্পেশাল ট্রেনের একটি কামরায় অভিযান পরিচালনা করে । এ সময় চারটি ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় ২৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ চার জনকে আটক করে । আটক মাদকব্যবসায়িরা হলেন, রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্য আব্দুর রহিম (৩২) রেলওয়ে ইলেকট্রিশিয়ান আব্দুল করিম, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রুবেল হোসেন (২৩), ও বিরামপুর উপজেলার কাওসার আলী। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক মুল্য ৪ লাখ ২৩ হাজার টাকা । সান্তাহার জিআরপি থানার ওসি মনজের আলী জানান, মঙ্গলবার সকালে আসামীদের নাটোর আদালতে পাঠানো হয়েছে ।