আদমদীঘিতে মাদ্রাসা ও এতিমখানা শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : 2024-12-31 18:04:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। গত সোমবার রাতে উপজেলার নসরতপুর বিবি হাজরা মাদ্রাসা ও এতিমখানা, ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর মাদ্রাসা ও এতিমখানা, সান্তাহার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় পরিদর্শন করে তিনি এই কোমলমতি শিশুদের মাঝে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদা সুলতানা, ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন, রফিকুল ইসলাম রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ন‚র মোহাম্মদ, সান্তাহার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবুল ইসলাম, নায়েবে মুহতামিম মুফতি ফিরোজ আহমদ, ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মাহবুবুর রহমান ফটিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মুহতামিম আলাউদ্দিন প্রামাণিক, সহকারী শিক্ষক আব্দুর রহিম প্রম‚খ।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ মাদ্রাসা ও এতিমখানা মুহতামিম ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোমলমতি শিশুদের খাবার ও তাদের পরিহিত কাপড় চোপড় যতœসহ পড়াশোনা বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে সরকারি ভাবে সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত এই শীতবস্ত্র অসহায় ও দুস্থ এবং এতিম শিশুদের পৌঁছে দিচ্ছি। আশা করছি এই শীতবস্ত্র পেয়ে তারা বেশ উপকৃত হবে।