আদমদীঘিতে মাদক ও নাশকতাসহ বিভিন্ন মামলায় নারীসহ গ্রেপ্তার-৭

প্রকাশ : 2024-12-07 17:51:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মাদক ও নাশকতাসহ বিভিন্ন মামলায় নারীসহ গ্রেপ্তার-৭

বগুড়ার আদমদীঘিতে মাদক ও নাশকতাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে নারীসহ ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানাযায়, গত ৪ আগস্ট আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নি¶েপ, বিস্ফোরণ ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করার মামলায় এজাহারভুক্ত আসামী আঃ মান্নানকে (৪১) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বড়িয়াবার্তা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। তাকে চাঁপাপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার চিহ্নত মাদক কারবারি আনজু বেগমকে (৪০) তার বাড়ির সামনে থেকে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তার আনজু আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী হযরত আলী খানের স্ত্রী। এদিকে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে নারীসহ আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- লাকী বেগম, সুজন, শামীম হোসেন, রাজু ও মাসুম মন্ডল। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।