আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে ছয় মাদকসেবির জেল-জরিমানা

প্রকাশ : 2025-01-09 18:09:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে ছয় মাদকসেবির জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে শামীম (২৮), একই গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে আব্দুল আলিম (৩৬), সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহানুর ইসলাম (২২), সান্তাহার পৌর শহরের বশিপুর সরদার পাড়া এলাকার মৃত আয়েজ উদ্দীনের ছেলে নিজাম প্রামাণিক (৫৫), নাটোর জেলার লালপুর উপজেলার বদিনাপুর গ্রামের হযরত আলীর ছেলে হানিফ মিয়া (৩৩) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে রিংকু (৩২)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এ্যাম্পল ইনজেকশন, গাঁজা ও দেশীয় মদ খাওয়ার অপরাধে ছয়জন মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হানিফ, আব্দুল, সুহানুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও রিংকু, নিজাম, শামীমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।