আদমদীঘিতে মাদকসহ গ্রেপ্তার এক যুবক
প্রকাশ : 2024-07-04 18:21:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুক্তার হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মুক্তার হোসেন উপজেলার কুমারগাড়ী গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, বুধবার সন্ধ্যায় ধৃত মুক্তার হোসেন উপজেলার কুমারগাড়ী গ্রামের নিজ বসতবাড়ির পাশে একটি রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় করছিলো। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে তার কাছে থেকে মাদক দ্রব্য ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।