আদমদীঘিতে মাটির একাধিক ঘরে গড়ে তোলা অবৈধ সার ভান্ডার

প্রকাশ : 2022-03-02 19:57:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মাটির একাধিক ঘরে গড়ে তোলা অবৈধ সার ভান্ডার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া এলাকায় মাটির একাধিক ঘরে গড়ে তোলা হয়েছে অবৈধ সার মজুদ রাখার ভান্ডার। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অবৈধ সার ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার করা বিপুল পরিমান রাসায়নিক সার জব্দ না করে বিক্রি করার অনুমতি এবং মাত্র ১০ হাজার টাকা জরিমানা করা নিয়ে বিক্ষোভ করেছেন এলাকার সমবেত জনতা। 

জানা গেছে, উপজেলার সান্দিড়া গ্রামে মেসার্স জুঁই ট্রেডার্স নামক দোকানের মালিক দীর্ঘ দিন ধরে চোরাই রাসায়নিক সারের ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কৃষি বিভাগ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা সহকারি কমিশনার [ভূমি] ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত চলাকালে সুমন ইসলাম নামের ওই ব্যবসায়ী সার ব্যবসা পরিচালনা করার লাইসেন্স এবং সার প্রাপ্তির বৈধ কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়। এ কারণে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রাণী রায় ওই অবৈধ সার ব্যবসায়ী সুমন ইসলামের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ [৬] ধারায় অভিযোগ গঠন করেন। এর ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার [ভূমি] মাহবুবা হক ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের জেল এর রায় ঘোষনা করেন। কিন্তু সাড়ে চার শত বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ না করে বিক্রির অনুমতি দেয়। ভ্রাম্যমান আদালত কার্যক্রম শেষ করে চলে আসার পর সেখানে উপস্থিত জনতা সার জব্দ না করার কারণে বিক্ষোভ করতে থাকে। খবরটি ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার [ভূমি] অবগত হবার পর তিনি ওই সার গুলো সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ সুলতানা ওরফে তৃপ্তিকে হেফাজতে নিয়ে বিক্রি এবং পাচার রোধ করার নির্দেশ দেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। ওই ব্যবসায়ী বুধবার ভোরে প্রায় সোয়া তিন শ’ বস্তা সার অন্যত্র পাচার করে দেয়। 

বুধবার সকালে খবরটি জানাজানি হলে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি ওই দোকান পরিদর্শন করে মাত্র ১১৭ বস্তা সারের মজুদ দেখতে পায়। পরে ওই সার বিক্রি না করার জন্য ওই ব্যবসায়ীকে নির্দেশ প্রদান করেন। কিন্তু তাকে আটক করা হয়নি। এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি বলেন, অবৈধ সার ব্যবসায়ী সুমন ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।