আদমদীঘিতে ভুয়া ডাক্তার আটক জেল জরিমানা

প্রকাশ : 2022-02-26 20:28:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ভুয়া ডাক্তার আটক জেল জরিমানা

বগুড়ার আদমদীঘিতে আব্দুর রশিদ নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব। শনিবার বেলা ১১ টায় উপজেলা সদরে অবস্থিত আল সাফি ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিক থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ভ্যাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করেন বগুড়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস। 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব-১২ ও বগুড়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-সাফি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে আব্দুর রশিদ নামের ওই ভুয়া ডাক্তারকে আটক করে। সে দীর্ঘ দিন ধরে নিজেকে মেডিসিন, চর্ম-যৌন, এলার্জী, নাক, কান, গলা, থাইরয়েড, হেড-নেক বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে পরিচয় দিয়ে আসছিল। আটককৃত ভুয়া ডাক্তার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীরকাসীমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বাহার সরকারের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করে এবং বলে বিগত ২০০৫ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ ও সার্জনের পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস বলেন, আব্দুর রশিদ একজন পল্লি চিকিৎসক তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছে। সে ভুয়া বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করে আসছে।